আদিতমারীর স্বর্নামতি সেতুর পাটাতন ভেঙ্গে মহাসড়কের যোগাযোগ বন্ধ
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/01/lalmonirhat_48352.jpg)
লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্নামতি সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২২ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় ভারি ট্রাক পারাপারের সময় একটি পাটাতন সরে গেলে যোগাযোগ বন্ধ হয়।
আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) শাহীন আক্তার জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই কয়েকটি ট্রাক সেতু অতিক্রম করলে সেতু’র একটি পাটাতন সামান্য একটু সরে গেলে ভারি যানবাহন চলাচলের অনুপযুগি হয়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এতে উভয় পার্শ্বে দেড় ঘন্টায় শতাধিক ট্রাক আটকা পড়েছে। আটকা পড়া ট্রাক ও সেতুর নিরাপত্তা বিধানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সেতু দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। জরুরী কিছু ভারি যানবাহন আদিতমারী ভেলাবাড়ি বাইপাস সড়ক হয়ে যাতায়ত করছে।
লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি অবগত করা হয়েছে রাতের মধ্যেই মোরামত করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলা সদরের অনতিদুরে স্বর্নামতি সতি নদীর উপর নির্মিত স্বর্নামতি সেতুটি অনেক আগেই মেয়াদ উত্তীর্ন্ন হওয়ায় পাটাতন বসানো হয়। দীর্ঘ প্রায় এক যুগ ধরে জোরাতালি দিয়ে যোগাযোগ সচল রেখেছে সড়ক ও জনপদ বিভাগ।
লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতুটি মেরামত করতে শ্রমিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রহনা হয়েছেন। দিনের মধ্যেই পাটাতন মোরামত করে যোগাযোগ স্বাভাবিক করা হবে।
মন্তব্য চালু নেই