আদালতে যাননি খালেদা, সময়ের আবেদন
দুর্নীতির মামলায় হাজিরা দিতে বুধবার আদালতে যাননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি অবরুদ্ধ এবং অসুস্থ এই কারণ দেখিয়ে তার পক্ষে আদালতে সময়ের আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানি চলছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ আজ খালেদা জিয়ার হাজির হওয়ার কথা। আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের আইনজীবীরা জানান, খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ। তা ছাড়া তিনি অসুস্থ। এ কারণে তিনি আজ আদালতে যেতে পারছেন না।
খালেদা জিয়ার পক্ষে তার এক আইনজীবী আজ বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে সময়ের আবেদন করেছেন। আবেদনের ওপর শুনানি চলছে।
একদিকে বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার-আতঙ্কে তারাও আজ আদালতে যাচ্ছেন না।
গত ২৪ ডিসেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করেন। ওইদিন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলাকালে খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজার মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে পৌঁছান।
মন্তব্য চালু নেই