আদালতে বাংলা ভাষা প্রচলনে সংসদে বিল

দেশের সব আদালতে বাংলা ভাষার প্রচলন বাধ্যতামূলক করতে সংসদে একটি বিল উত্থাপন করেছেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

বৃহস্পতিবার দশম সংসদের পঞ্চম অধিবেশনের চতুর্থ দিনে বেসরকারি দিবসে বিলটি উত্থাপন করেন তিনি।
এ বিল উত্থাপনের সময় তিনি বলেছেন, বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭ (১৯৮৭ সনের ২ নং আইন) সংশোধন প্রয়োজন।
এই আইন বাংলা ভাষা প্রচলন আইন (সংশোধন) আইন, ২০১৪ নামে অভিহিত হবে। ১৯৮৭ সনের ২ নং আইনে নতুন ধারা ২ক সন্নিবেশ করা হোক।

এই আইনের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে রুস্তম আলী ফরাজী বলেছেন, বাংলাদেশ সংবিধানের ৩ অনুচ্ছেদের বিধানাবলি পূর্ণরূপে কার্যকর করা এবং বাংলা ভাষার ব্যাপক ব্যবহার ও প্রচলনের উদ্দেশ্যে ১৯৮৭ সনের মার্চ মাসে বাংলা ভাষা প্রচলন আইন সংসদে পাস করা হলেও দেশের কোর্ট-কাচারিতে বিভিন্ন মামলার ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে না।

ফলে দেশের পল্লি এলাকা তথা গ্রামীণ এলাকার অশিক্ষিত জনগণ মামলার রায় বুঝতে না পেরে নানাভাবে প্রতারিত হচ্ছে।
বাংলা ভাষা প্রচলন আইনে (১৯৮৭ সনের ২ নং আইন) প্রস্তাবিত সংশোধনী আনা হলে বাধ্যতামূলকভাবে দেশের সব আদালতের কার্যাবলি বাংলায় সম্পন্ন করতে হবে। এর ফলে মামলাকারী জনগণ অনায়াসেই আদালতের রায়ের মার্মার্থ উপলব্ধি করতে পারবে।

একই সঙ্গে মহান ভাষা আন্দোলনের শহীদদের ভাষার জন্য আন্দোলন সার্থক হবে। উপরোক্ত কারণ ও উদ্দেশ্য সাধনকল্পে প্রস্তাবিত বাংলা ভাষা প্রচলন (সংশোধন ) বিল, ২০১৪ মহান সংসদে উত্থাপন করা হয়।



মন্তব্য চালু নেই