আদালতে বসে মডেল নির্বাচন, ভারতজুড়ে তোলপাড় !

কোনো গ্যাংস্টার যদি হাজতে বসেই আঙ্গুলের ইশারায় সব চালিয়ে যেতে পারে, তাহলে বাহিরে যাওয়ার আর তার কি প্রয়োজন। ঠিক এমনই ঘটেছে ভারতের মুম্বাইয়ের একটি আদালতে। আদালতে বসে ইন্টারভিউ, এবং দেখেশুনে দুবাইয়ের একটি জুয়েলারি কোম্পানির জন্য মডেল ঠিক করে দিলেন ভারতের মুম্বাই হামলার অন্যতম গ্যাংস্টার মুস্তাফা দুসা। আর এমন কাণ্ডে ভারতজুড়ে শুরু হয়েছে তোলপাড়।

ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়‚ মুম্বাইয়ের একটি আদালতে গ্যাংস্টারের জন্য ট্রায়াল দিলেন মডেলরা! চলতি মাসের গোড়ায় নাকি এই কাণ্ড ঘটে মুম্বাইয়ের এক আদালতে।

হাজত থেকে শুনানির জন্য এ মাসের গোড়ার দিকে মুম্বাইয়ের এক আদালতে নিয়ে আসা হয় গ্যাংস্টার মুস্তাফা দুসাকে, আর সেখানেই তিনি মডেলদের নির্বাচিত করে দেন।

জানা গেছে, দুবাইয়ের এক অলঙ্কার নির্মাতার জন্য মডেল নির্বাচন করেন মুস্তাফা। কথা বলেন ৮ জন তরুণীর সঙ্গে। শুধু তাই নয়, মডেলদের প্যারেডের পরে ৩ জনকে চূড়ান্তও করেন এই গ্যাংস্টার।

ভারতজুড়ে প্রশ্ন উঠছে, একজন দাগী গ্যাংস্টার আদালতে এসে কি করে মডেল নির্বাচনের সুযোগ পান!



মন্তব্য চালু নেই