আদালতের নির্দেশ মতেই রায় কার্যকর হবে
আদালতের নির্দেশনা অনুযায়ী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার বিকেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রায়ের কপি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে যাবে।’
আজকেই রায় কার্যকর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রায়ের কপি পৌঁছানোর পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’
পহেলা বৈশাখের নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে রাজধানী ঢাকা শহরে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। এছাড়া রাজধানীর বাইরে জেলা প্রশাসকরাই নিজেদের তত্ত্বাবধানে নিরাপত্তার বিষয়টি দেখবেন।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারো নির্বিঘ্নে ও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পহেলা বৈশাখ উদযাপন করতে পারবে মানুষ।’
গোয়েন্দা বাহিনীর মতামতের উপর ভিত্তি করে নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পুশিলের আইজিপি শহীদুল হক, বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই