আত্রাইয়ে জহুরুল হত্যাকান্ডের মোটিভ উদ্ধার : গ্রেফতার ৩

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে জহুরুল হত্যাকান্ডের মোটিভ উদঘাটিত হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারের উতরাইল গ্রামের মাসুদের ছেলে সোহাগ (১৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মুনজাগ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে নয়নতারা (২০) ও রাণীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত শামসুলের ছেলে আসাদুল (২২)।

গ্রেফতারকৃতরা পুলিশের নিকট স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে বলেছে, জহুরুলসহ তারা সান্তাহারে অবস্থান করত।

গত শুক্রবার দিবাগত রাতে জহুরুল, সোহাগ ও নয়নতারা তিনজনে চার্জার ভ্যান চুরি করার জন্য ট্রেনে আত্রাই এসে আত্রাই-পতিসর সড়ক দিয়ে কালিগঞ্জ যাচ্ছিল। পথি মধ্যে তাদের মাঝে কথা কাটাকাটি হওয়ায় সাগর ও নয়নতারা জহুরুলকে শ্বাস রোধ করে হত্যা করে সড়কের নিচে ফেলে রেখে চলে যায়।

এদিকে গত সোমবার গ্রেফতারকৃত তিনজন সান্তাহার রেলওয়ে ষ্টেশন এলাকায় হত্যাকান্ড বিষয় নিয়ে আলোচনা করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার ওসি (তদন্ত) শামসুল আলম ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই আব্দুল হান্নান ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।



মন্তব্য চালু নেই