আত্মীয়-স্বজন কেউ কথা বলে না সানির সঙ্গে
বলিউড সেনসেশন সানি লিওন। নানা সময়ে বিতর্কিত এ অভিনেত্রীকে নিয়ে রটনা যতই থাকুক বলিউডে তার অবস্থান তিনি ঠিকই তৈরি করে নিয়েছেন। কিন্তু বিশ্বজুড়ে হাজারো মানুষের পছন্দের তালিকায় থাকলেও নিজের পরিবারের কাছে ব্রাত্য সানি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক এ পর্নো তারকা।
এক প্রশ্নের জবাবে সানি বলেন, ‘আমার জীবনে এমন অনেক কিছুই ঘটেছে যা মানুষ জানে না। তবে, আমাদের প্রত্যেকেরই কিছু খারাপ দিন যায়। সেখান থেকে বেরিয়ে কীভাবে এগিয়ে যাব, সেটা নির্ভর করে নিজের ওপর। আমার আত্মীয়-স্বজন এখন আমার সঙ্গে কথা বলেন না। ওরা আমাকে একেবারে পছন্দ করে না, খুব খারাপ লাগে। বিগ বসের পর থেকে সবাই আমায় অবজ্ঞা করে। আমি তাদের কাছে গিয়েও দেখেছি, তারা আমাকে ভালোভাবে নেন না। সারা ভারত আমাকে গ্রহণ করল, অথচ আমার সঙ্গে যাদের রক্তের সম্পর্ক, তারা আমায় গ্রহণ করলেন না।’
তিনি আরো বলেন, ‘তারা আমায় একটা ফোন পর্যন্ত করেন না। অবশ্য, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি জানি, আমার প্রকৃত পরিবার কোনটা- আমার স্বামী, ভাই, ড্যানিয়েলের বাবা-মা আর বন্ধুবান্ধব। আমি আজ যা, তার জন্য যারা আমায় ভালোবাসে, তাদের নিয়েই আমি খুব খুশি।’
মন্তব্য চালু নেই