মিঠাপুকুরে দৌড়-ঝাপে ব্যস্ত আ’লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা

মোঃ শামীম আখতার, উপজেলা প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)॥ রংপুরের মিঠাপুকুরে দৌড়-ঝাপে ব্যস্ত সময় পার করছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউপি চেয়ারম্যান প্রার্থীরা। এই উপজেলার ১৭ টি ইউনিয়নে ১১৯ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়নি।

তৃতীয় ধাপে মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের নির্বাচনের আশায় ইতোমধ্যে মাঠ দাপিয়ে বেরাচ্ছেন প্রার্থীরা। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচনের লক্ষ্যে মাঠ পর্যায়ে চলছে দলীয় প্রার্থী নির্বাচনের কাজ। নৌকার মাঝি হতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামীলীগের নবীন-প্রবীন নেতারা। এরমধ্যে খোড়াগাছ ইউনিয়নে ৬ জন, রানীপুকুরে ২ জন, পায়রাবন্দে ৩ জন, ভাংনীতে ৬ জন, বালারহাটে ১২ জন, কাফ্রিখালে ৮জন, লতিবপুরে ১ জন, চেংমারীতে ৩ জন, ময়েনপুরে ৫ জন, বালুয়া মাসিমপুরে ১১ জন, বড়বালায় ৭ জন, মিলনপুরে ১৪ জন, গোপালপুরে ৯ জন, দূর্গাপুরে ৩ জন, বড় হযরতপুরে ৬ জন, মির্জাপুরে ৭ ও ইমাদপুর ইউনিয়নে ১৪ জন আওয়ামীলীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আছেন ১০ জন। তারা হলেন- খোড়াগাছ ইউনিয়নে নুর আলম, রানীপুকুরে মতিয়ার রহমান, ভাংনীতে তাজুল ইসলাম, বালারহাটে আবু তৈয়ব মন্ডল, লতিবপুরে আলহাজ্ব ইদ্রিস আলী মন্ডল, বালুয়া মাসিমপুরে ময়নুল হক, বড়বালায় সামছুজ্জামান নয়া মিয়া, দূর্গাপুরে রবিউল ইসলাম প্রামাণিক, মির্জাপুরে নুরুল আমিন ও ইমাদপুর ইউনিয়নে আফছার আলী। তালিকা চুড়ান্ত না হওয়ায় কে পাচ্ছেন দলীয় মনোনয়ন এ নিয়ে টেনশনে আছেন প্রার্থীরা।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিঠাপুকুরে আবেদন জমা পড়েছে ১১৯টি। এসব প্রতীক প্রত্যাশিদের আবেদন যাচাই বাচাইয়ের জন্য ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারন সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে কমিটির সদস্যরা আবেদন যাচাই-বাচাইয়ের মাধ্যমে সুপারিশ করে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রীয় পর্যায়ে পাঠাবেন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী ও আ’লীগের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের চুড়ান্ত তালিকা ঘোষনা করবেন।



মন্তব্য চালু নেই