আত্মরক্ষার্থেই গুলি চালায় বিএসএফ, বললেন বিজিবি মহাপরিচালক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজেদের আত্মরক্ষার্থেই সীমান্তে গুলি চালায় বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। বুধবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, ‘সীমান্তে দুই দেশের চোরাচালানিরা খুবই দুর্ধর্ষ। এই কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিজেদের আত্মরক্ষার্থেই সীমান্তে গুলি চালায়। কারণ আত্মরক্ষার অধিকার সবার আছে।’

বিজিবি মহা-পরিচালক বুধবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গার দর্শনায় পৌঁছান। এরপর দর্শনা কোম্পানি ক্যাম্পের নতুন ভবন উদ্বোধন করেন। পরে দর্শনা সীমান্ত পরিদর্শনে যান মহাপরিচালক। এ সময় তিনি সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি-বিএসএফ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে সীমান্ত হত্যা এখন অনেক কম। সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনতে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ করছে।’

রোহিঙ্গা ইস্যু নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ‘বিজিবির পক্ষে তো সারা রাত হাতে হাত দিয়ে সীমান্ত পাহারা দেওয়া সম্ভব হয় না। বিজিবির চোখ এড়িয়ে কিছু রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। অনেকে বলেছে সেটা ৬৫ হাজার তবে এই পরিসংখ্যান সঠিক নয়। যথাসময়ে আলাপ-আলোচনার মাধ্যমে তাদেরকে পুশব্যাক করে মিয়ানমারে পাঠানো হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক কমান্ডার (ভারপ্রাপ্ত) কর্নেল ওহেদুজ্জামান, অপারশেন কমান্ডার লে. কর্নেল মাকসুদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই