আটঘরিয়ায় আদিবাসী ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ
পাবনার আটঘরিয়ায় নৃতাত্তিক জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত অর্থদারা ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে আটঘরিয়া পৌর এলাকার ৫০ জন ছাত্রছাত্রীদের মাঝে দেড় লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
আটঘরিয়ো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলীমুন রাজিবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নিলা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা প্রকৌশলী ওয়ারেছ উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আসাফুদৌল্লা, আটঘরিয়া প্রেস ক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পরিসংখ্যান কর্মকর্তা সমর কুমার বিশ্বাস, আদিবাসী সমবায় সমিতির সভাপতি নব কুমার দাস, সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ প্রমুখ।
মন্তব্য চালু নেই