আটক চার বাংলাদেশিকে হিলি চেকপোষ্ট দিয়ে ফেরত দিল বিএসএফ

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
হিলি চেকপোষ্ট ক্যাম্পের সুবেদার আব্দুল মান্নান জানান, ফেরত আসা বাংলাদেশিরা হলেন, বরিশাল জেলার মুলাদি উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জামাল উদ্দিন (৩০), কুমিল্লা জেলার তিতাস উপজেলার চরমহনপুরের হক মিয়ার ছেলে মো. হুসাইন আলী (৩১), কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কালপানি গ্রামের হাবিব চৌকিদারের ছেলে জাফরুল ইসলাম (২৮) এবং ময়মনসিংহ জেলার লালপুর উপজেলার পালপুর গ্রামের মুখতিয়ার রহমানের ছেলে হোসাইন মিয়া (২০)।
এদিকে, ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেন্দর পাল চেকপোষ্ট গেটে জানান, গত ১৪ নভেম্বর আটককৃতরা হিলি সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এসময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। পরে আটকের বিষয়টি হিলি ক্যাম্পের বিজিবিকে জানানো হলে তারা তাদের ফেরত নেওয়ার জন্য পত্র দেন। রোববার দুপুরে বিএসএফ ও বিজিবি কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর আটককৃতদের ফেরত দেওয়া হয়েছে।

ঘোড়াঘাটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের শপথ গ্রহন এবং পরিচিতি সভা
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের শপথ গ্রহন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের রাজশাহী ও রংপুর অঞ্চলের পরিচালক আলী ফেরদৌস খোকন। এসময় নতুন কমিটিকে শপথ পড়ান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান বিচারপতি শিকদার মকবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের মহাসচিব এস এম সাইফুল রেজা। বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি ইমরুল কায়েস ফারহাদসহ অনেকে। শেষে ঘোড়াঘাট শাখার কার্যালয় উদ্বোধন করা হয়।



মন্তব্য চালু নেই