আজ ১০ই আগষ্ট

স্বপ্ন ছিলো আরজে হওয়ার। কিন্তু সেই স্বপ্ন যেদিন হাতের মুঠোয় এসে ধরা দিলো, সেদিন যে ১০ আগষ্ট। একদিকে রেডিও ষ্টেশনের হট সিটে প্রথম দিন, অন্যদিকে বিয়ের পিঁড়িতে প্রেমিকা। বাস্তবতার এমনই এক উদাহরণ নিয়ে গড়ে উঠেছে ‘আজ ১০ই আগষ্ট’ নাটকের গল্প।

মেহেদী হাসান জনি’র রচনা এবং পরিচালনায় ‘আজ ১০ই আগষ্ট’নাটকে দেখা যাবে, আবিরের স্বপ্ন সে আরজে হবে। ভয়েজ ভালো, শুধু সার্কুলার দিলেই ইন্টারভিউ দেবে। হটাৎ সার্কুলারের মাধ্যমে একদিন ইন্টারভিউ এর মাধ্যমে চাকরিও জুটে যায়। কিন্তু সেটা অনেক দেরিতে। কারণ সেদিন ছিলো ১০ আগষ্ট। রেডিও ষ্টেশনের হট চেয়ারে আবিরের প্রথম দিন। আর অন্যদিকে তার ফিরিয়ে দেয়া প্রেমিকা স্বর্ণার বিয়ের দিন। এর পরের ঘটনা জানতে হলে দেখতে হবে ‘আজ ১০ই আগষ্ট’ শিরোনামের নাটকটি।

নাটকের প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গল্পটা বেশ ভালো। তবে ১০ আগষ্ট কি ঘটবে তা জানার জন্য দর্শকদের একটু অপেক্ষা করতে হবে।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, মেহজাবীন চৌধুরী, সিজার, আদিসহ অনেকে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচার করা হবে।



মন্তব্য চালু নেই