আজ শেষ হচ্ছে সিম নিবন্ধনের সময়

সরকারের ঘোষণা অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে আজ মঙ্গলবার। ফলে রাত ১২টার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্নিবন্ধিত না হওয়া সকল সিম বন্ধ হয়ে যাবে।

এদিকে, বিটিআরসির হিসাব অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত ১০ কোটি ১৫ লাখের বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।

দেশের ১৩ কোটি ১৯ লাখ সক্রিয় সিমের মধ্যে এখনও প্রায় ৩ কোটি সিম পুনর্নিবন্ধন-প্রক্রিয়ার বাইরে রয়েছে। প্রসঙ্গত, ২০১৫ সালের ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন-প্রক্রিয়া শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তা এক মাস বাড়িয়ে ৩১ মে করা হয়।



মন্তব্য চালু নেই