আজ বিশ্ব মান দিবস

আজ মঙ্গলবার ৪৫তম বিশ্বমান দিবস (ওয়ার্ল্ড স্ট্যান্ডার্স ডে)। প্রতি বছরের ১৪ অক্টোবর আন্তর্জাতিকভাবে দিনটি পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হবে।
দিনটি উপলক্ষে বাংলাদেশের পণ্যের মান নির্নয়কারী প্রতিষ্ঠিান বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনসহ (বিএসটিআই) বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে।
আন্তর্জাতিকভাবে পালিত এ দিনটির উদ্দেশ্য হলো পণ্য-সেবাসহ প্রভৃতির মান উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অবদানের প্রতি সম্মান জানানো। একই সঙ্গে পণ্য-সেবার মান্নোয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করা।
প্রসঙ্গত, ১৯৪৬ সালের ১৪ অক্টোবর লন্ডনে বিশ্বের ২৫টি দেশের প্রতিনিধিরা মিলিত হন। বিশ্বব্যাপী পণ্য-সেবার মান বজায় রাখার লক্ষ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে তারা একমত হন। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।



মন্তব্য চালু নেই