আজ থেকে আবারো সরগরম হয়ে উঠছে ইলিশের আড়তগুলো
আজ থেকে আবারো বাজারে মিলবে অমৃত স্বাদের ইলিশ। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে উপকূলীয় এলাকাসহ নদ-নদীতে নেমে পড়েছেন জেলেরা। ইলিশের আড়তগুলো আবার সরগরম হয়ে উঠেছে।
এবারের মৌসুমে রুপালী ইলিশের প্রাচুর্য অভাবনীয়। ইলিশ আহরণের জন্য সারাদেশের জেলেরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বাণিজ্যিক ট্রলার, যান্ত্রিক-অযান্ত্রিক নৌ-যান নিয়ে বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকাসহ দেশের নদ-নদীতে নামার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কেউ পুরনো ট্রলার নতুন সাজে সজ্জিত করেছেন, কেউ নতুন করে ট্রলার তৈরি করেছেন, আবার অনেকে পুরনো ছেঁড়া জাল মেরামত করেছেন।
মন্তব্য চালু নেই