আজ গ্রেপ্তার না হলে কালই হরতাল

আজ সোমবারের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে আগামীকাল মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয়ার ঘোষণা দিয়েছে শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন দশ দলীয় নয়া জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

রোববার রাত ১২টায় এ কথা নিশ্চিত করেছেন জোটের সমন্বয়ক শওকত হোসেন নিলু ।

নিলু বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি লতিফ সিদ্দিকী দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে সরকারকে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যে অপরাধ তিনি করেছেন তার শাস্তি তাকে পেতেই হবে। লতিফ সিদ্দিকী রাতে হযরত শাহজালাল বিমান বন্দর হয়ে দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আমরা দাবি করেছি, বিমানবন্দর

থেকেই তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু তা করা হয়নি। সোমবারের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে মঙ্গলবার সারাদেশে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।’

আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী ৯ মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দেশে ফিরেছেন রোববার রাত পৌনে ৯টায়।

হজ, তবলীগ জামাত ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয়।

এর মধ্যে ৯টি মামলায় আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছেন।



মন্তব্য চালু নেই