আজম খান স্মরণে গাইবেন তারই মেয়ে ইমা খান

আগামী ৫ জুন বাংলাদেশের পপ সম্রাট আজম খানের ৫ম মৃত্যু বার্ষিকী। দীর্ঘদিন রোগভোগের পর ২০১১ সালের এই দিনে তিনি মারা যান।

এদিকে বাবা আজম খানের মৃত্যুবার্ষিকীতে গান গাইবেন তারই বড় মেয়ে ইমা খান। বাবার গাওয়া গানের পাশাপাশি নিজের লেখা ও সুরের গানও গাইবেন বলে জানিয়েছেন ইমা।

আজম খানের স্মরণে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে বিশেষ ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই গান গাইবেন ইমা খান। অনুষ্ঠানে আরও গাইবেন তাশমনি ও পিয়াল।

ইমা খান বলেন, ‘বাবা চাইতেন আমি যেন গান করি। তিনি আমাকে হাতে ধরে গিটার বাজানোও শিখিয়েছেন। শুধু তা–ই নয়, ছোটবেলায় আমাকে নাচ আর গানের স্কুলেও ভর্তি করে দিয়েছিলেন। কিছুদিন চাচির সংগীতশিক্ষা প্রতিষ্ঠান অনামিকা সেন্টারে গানের তালিম নিয়েছি। বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমার নিজের লেখা ও সুরে একটি দেশের গান রেকর্ড করে বাবাকে শুনিয়েছিলাম। সেদিন আমার কণ্ঠে গান শুনে বাবা খুশি হয়েছিলেন। আমি বাবাকে পা ছুঁয়ে সালাম করেছিলাম। বাবা সেদিন আমাকে অনেক দোয়া করেন। দুঃখ হচ্ছে, আমার গান টিভিতে প্রচারের সময় বাবা নিজে দেখে যেতে পারেননি।’

ইমা খান আরও বলেন, ‘বাবা মারা যাওয়ার পর কয়েকটি টেলিভিশন চ্যানেলে আমার দুটি গান প্রচারিত হয়েছে। একটি বাচ্চাদের নিয়ে আর অন্যটি দেশাত্মবোধক গান। আমার খুব ইচ্ছে বাচ্চাদের নিয়ে আরও কিছু গান করার। দেখা যাক, কী হয়।’

‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে আজম খানের গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন ইমা খান ও অন্য শিল্পীরা। বৈশাখী টেলিভশনে কাল শুক্রবার রাত ১১টায় দেখানো হবে ‘সময় কাটুক গানে গানে’।



মন্তব্য চালু নেই