আজব কাণ্ড, যে রাজ্যে মানুষের চেয়ে ছাগল বেশি!

আজব কাণ্ড! শুনলে হাসি পাওয়ার কথা, কিন্তু ঘটনা সত্য। যে রাজ্যে মানুষের চেয়ে ছাগলের সংখ্যাই বেশি। অদ্ভুত সেই রাজ্যে মাত্র ১১ জন মানুষের বসবাস।

বিশ্বের সবথেকে ছোট রাজ্যটি লুকিয়ে রয়েছে ভূমধ্যসাগরের কোলে। ইতালির সার্ডিনিয়ার তাভোলারা নামে সেই রাজ্যে ১০০টি পাহাড়ি ছাগল রয়েছে। মাত্র পাঁচ কিলোমিটারজুড়ে রয়েছে এই ছোট্ট দ্বীপ।

টোনিনো নামে এক বৃদ্ধ মৎস্যজীবীই চালায় সেই রাজ্য।

১৮০৭ সালে টোনিনোর প্রো পিতামহের বাবা প্রথম এ দ্বীপে আসেন। তিনিই ছিলেন এই রাজ্যের প্রথম রাজা।

জানা গেছে, একসময় এই রাজ পরিবারের ছবি তুলতে ব্রিটিশ ভেসেল পাঠিয়েছিলেন রানি ভিক্টোরিয়া। এখনো সেই ছবি বাকিংহাম প্যালেসের অন্দরে শোভা পায়।

দ্বীপটিতে ক্রমশ বেড়েই চলেছে পর্যটকের সংখ্যা। সেই রাজ্যের আর্থিক উন্নয়নের হারও বেশ ভালোই। ডাইভিংয়ের জন্য ইতালির অন্যতম আকর্ষণ দ্বীপটি।

প্রত্যেক ৬ বছর অন্তর ভোটও হয় সেই রাজ্যে। তাভোলারায় হয় ফিল্ম ফেস্টিভ্যালও। সেখানে ইতালির সব সেরা সিনেমাগুলো দেখানো হয়।

টোনিনোর নিজের রেস্তোরাঁর নাম ‘দ্য টোনিনো’। পর্যটকরা সেখানে গেলে তিনি নিজেই এসে স্বাগত জানান। অনেকটা সত্যিই রূপকথার মত। সেই রাজ্যের ১১ জন বাসিন্দা বেশ সুখেই দিন কাটান।



মন্তব্য চালু নেই