আঙুলের ছাপে সিম নিবন্ধন শুরু, ফেব্রুয়ারি থেকে মোবাইল সেটের
মোবাইল সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতি আনুষ্ঠানিকভাবে চালু হলো। এখন থেকে আঙুলের ছাপ ছাড়া সিম কেনা যাবে না। আর অনিবন্ধিত সিমের নিবন্ধনের কাজ আগামী এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। একই সঙ্গে আগামী ফেব্রুয়ারি মাস থেকে মোবাইল ফোনের নিবন্ধনও (সেটের স্বতন্ত্র নম্বর -আইএমইআই এর নিবন্ধন) বাধ্যতামূলক করা হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব তথ্য জানিয়েছেন ৷
বিজয় দিবসে দিন বুধবার বায়োমেট্রিক পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব তথ্য জানান।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতির উদ্ভোধন করা হয়।
তারানা বলেন, মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম নিবন্ধন ও আইএমইআই নম্বর নিবন্ধন জরুরি। সিম নিবন্ধন শেষ হলে মানুষের অর্ধেক নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা মানুষকে পূর্ণ নিরাপত্তা দিতে চাই। এজন্য আইএমইআই নিবন্ধন করতে হবে। ফেব্রুয়ারিতে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বিটিআরসি।
বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই