আগে ঈমান, পরে ক্রিকেট: হাশিম আমলা

দৃষ্টি কেড়ে নেয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাশিম আমলার জার্সি। তার জার্সির সাথে বিস্তর ব্যবধান অন্যদের জার্সির। তার ক্রিকেট জীবনের শুরুতেই জার্সি পরিধান নিয়ে প্রশ্ন ওঠে।

প্রশ্ন ওঠার কারণ জার্সিতে এক ধরনের হারাম ড্রিংসের বিজ্ঞাপন। ইসলামি শরিয়ায় যা হারাম। হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তৃপক্ষকে বলেন, তার কাছে আগে হলো ঈমান। এর পরে ক্রিকেট।

এই হারাম ড্রিংসের বিজ্ঞাপন সম্বলিত জার্সিতে তিনি খেলবেন না। প্রয়োজনে ক্রিকেট ছেড়ে দেবেন। তার জন্য নতুন নিয়ম চালু হলো। তার জার্সিতে নেই ওই বিজ্ঞাপন। তবে তা এমনিতেই নয়।

এ জন্য ব্যক্তিগতভাবে হাশিম আমলা প্রতিমাসে ৩০০ ডলার জরিমানা গুনেন। কারণ তিনি নিজের জার্সিতে হারাম পানীয় স্টিকারযুক্ত ব্রান্ড ব্যবহার করেন না। তিনি এ ক্ষেত্রেও একজন আদর্শবান মানুষ।



মন্তব্য চালু নেই