আগামী বিশ্বকাপও জিতবে ভারত!
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপও জিতবে ভারত! এমন মন্তব্যই করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারত-বাংলাদেশ-শ্রীলংকায় অনুষ্ঠিত গত বিশ্বকাপও জিতেছে ভারত।
উপমহাদেশের বাইরেও ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সৌরভ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড, বিদেশের মাটিতে ভারতের ওয়ানডে সাফল্য দারুণ। নিঃসন্দেহে ভারত এই ফরম্যাটে প্রথম সারির দল। আমার মনে হয়, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড থেকে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে ধোনির দলেরও। বিদেশের মাটিতে টেস্টে ভারতের রেকর্ড ভাল না-হলেও, ওয়ানডে’র পারফরম্যান্স দারুণ। তাই এবারের বিশ্বকাপেও ভারত ভাল ফল করবে বলেই আমার বিশ্বাস।’
আগামী বিশ্বকাপের আগে ভারত বিদেশের মাটিতে একটি ত্রি-দেশীয় সিরিজ খেলবে৷ সেটাও আবার অস্ট্রেলিয়ায়। প্রথমে স্বাগতিকদের বিপক্ষে চারম্যাচের টেস্ট সিরিজ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে এই সিরিজটি। এরপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ।
জানুয়ারির শেষে সিরিজ শেষ করেই দেশে ফিরবে ধোনি বাহিনী। এরপর ভারত ফের বিশ্বকাপ খেলতে রওনা দেবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। লম্বা সফরের ধকল কি বিশ্বকাপে প্রভাব ফেলবে দলের ওপর? জবাবে সৌরভ বললেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়ায় লম্বা একটি সফর শেষে সেখানকার আবহাওয়ার সঙ্গে ভারত অভ্যস্ত হয়ে যাবে ধোনিরা। ফলে বিশ্বকাপে খেলতে সুবিধাই হবে তাদের জন্য। তাছাড়া সিরিজের পর ভারত দু’সপ্তাহ বিশ্রাম পাবে। তাই ক্লান্তির প্রশ্নই উঠছে না। আমার মনে হয়, ভারতীয় স্কোয়াড চাঙ্গা হয়েই নামতে পারবে৷’
মন্তব্য চালু নেই