‘আগামী বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার’

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘২০২৪-২৫ সালে বাংলাদেশে কোনো গরিব থাকবে না। দারিদ্র্যকে জয় করে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বে পরিচিত করাই এই সরকারের লক্ষ্য। আমি যখন এই সরকারের অধীনে বাজেট প্রথম ঘোষণা করি তখন আমাদের জাতীয় বাজেট ছিল ৯৫ হাজার কোটি টাকা। আগামী বছর বাজেট হবে তিন লাখ ৪০ হাজার কোটি টাকা। পরে তা হবে পাঁচ লাখ কোটি টাকা।’

ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভ্যানুতে সোমবার দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের খরচ বাড়ানোর মূল লক্ষ্য হলো মানুষের মঙ্গল করা। দেশের শতভাগ মানুষ যাতে বিদ্যুৎ সুবিধা পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী বছর থেকে শিল্পখাতে আরো গ্যাস সংযোগ দেওয়া হবে। বাজেট বৃদ্ধি করে সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাতসহ কয়েকটি খাতে ভর্তুকি দিচ্ছে যাতে এর মাধ্যমে দেশের মানুষের মঙ্গল হয়।’

অর্থমন্ত্রী বলেন, ‘সিলেট ওসমানী বিমান বন্দর থেকে যাতে সব ফ্লাইট উঠানামা করতে পারে সে জন্য বিমানের রানওয়ে সম্প্রসারণসহ বিমানবন্দরের উন্নয়নে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ‘বৈদেশিক বিনিয়াগকে আকৃষ্ট করতে আমরা সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করছি।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভাপতি আলহাজ শামসুদ্দিন খান।

আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, ‘সরকার মুক্তিযোদ্ধাদের ভাতাসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করছে। আগামীতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেবে সরকার।’



মন্তব্য চালু নেই