আগামী দেড় বছরে সিল্কশিল্প খাতকে ৫০০ কোটি টাকার বাজারে উন্নীত করা হবে: মাতলুব আহমাদ

‘ঐতিহ্যবাহী সিল্ক শিল্প খাতটি অর্থনৈতিক মানদন্ডে এখনো অনেক পিছিয়ে রয়েছে। বর্তমানে এ শিল্পের বাজারটি মাত্র সাড়ে সাত কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। আগামী এক বছরের মধ্যে এ শিল্পে ১০০ কোটি টাকার ব্যাংক লোনের সাপোর্ট দেওয়া হবে। আর আগামী দেড় বছর অর্থাৎ ২০১৭ সালের মধ্যে এ খাতকে ৫০০ কোটি টাকার বাজারে উন্নীত করা হবে।’

শনিবার রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত ‘এক্সপোর্ট পোটেন্সিয়াল অব সিল্ক অব বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ।

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও জার্মানির ফ্রেডরিচ-নাউমান-স্টিফটাং ফুর ডাই ফ্রেইট (এফএনএফ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো: সফিকুল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) প্রেসিডেন্ট মো: সিদ্দিকুর রহমান, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লেয়াকত আলী, সিল্ক ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টাস এসোসিয়েশনের প্রেসিডেন্ট আলাউদ্দিন আহমেদ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির প্রো-ভিসি ড. আইয়ুব নবী, বানিজ্য মন্ত্রনালয়ের ডেপুটি চীফ (বস্ত্র সেল) রুহুল আমিন, ব্র্যাক ও আড়ংয়ের প্রতিনিধি মেজর (অব) মোহাম্মদ আশরাফুল আলম বক্তব্য রাখেন।

সেমিনারে সিল্ক শিল্পের সঙ্গে সম্পৃক্তরা এ শিল্পের উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন।
তারা বলেন, সিল্ক শিল্পের প্রসার ঘটাতে রোগমুক্ত ডিমের প্রয়োজন, টেকনিক্যাল ও ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন, সিল্ক এক্সপোর্টের জন্য ক্যাশ ইনসেনটিভ ও জিএসপি সুবিধার প্রয়োজন। এছাড়া এ শিল্পের প্রসারে পরিকল্পিতভাবে রেশম চাষের প্রয়োজন ও দেশের বিভিন্ন অঞ্চলে একে ছড়িয়ে দেওয়া প্রয়োজন ।

বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লেয়াকত আলী বলেন, ২০০৫ সালে জাতীয় রেশম নীতি করা হয়েছে; তা এখানো বাস্তবায়ন করা হয়নি। দেশে রেশম উন্নয়ন বোর্ডের ১১টি বাগান রয়েছে; এগুলো প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে হবে। প্রয়োজনে এগুলোকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে আরো বানিজ্যিক করে তুলতে হবে।

তিনি জানান, এ শিল্পের প্রসারে সারাদেশে অন্তত ৩০ জন উদ্যোক্তা প্রয়োজন। এখন এটি শুধু রাজশাহীর ভোলাহাটে মাত্র গুটি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ। সারাদেশে এ শিল্পের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। তাহলেই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সিল্ক রপ্তানী করা যাবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএনএফ’র কান্ট্রি রিপ্রেজেনটিভ ড. নাজমুল হোসাইন।

তিনি জানান, বিশ্বব্যাপি বাংলাদেশের সিল্ক শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এ শিল্পের দিকে সরকারি ও বেসরকারিভাবে সুনজর দেওয়া প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই প্রেসিডেন্ট মাতলুব আহমাদ বলেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে পূনর্জাগরিত করতে আমরা সার্বিক সহযোগিতা করবো। এলক্ষ্যে আগামী এক বছরের মধ্যে ১০০ কোটি টাকা ব্যাংক লোনের ব্যবস্থা করা হবে। এছাড়া আগমী দেড় বছরের মধ্যে এ শিল্প খাতকে ৫০০ কোটি টাকার বাজারে পরিণত করতে আমাদের চেষ্ঠা অব্যাহত থাকবে।
তিনি বলেন, গার্মেন্টস ব্যবসায়িদেরকে আমি অনুরোধ করবো আপনারা গার্মেন্টস পণ্যের সাথে সিল্ক পন্য রপ্তানীর ব্যবস্থা করুণ। প্রয়োজনে গার্মেন্টস পণ্যেও সিল্কের ব্যবহার করুণ।

সিল্ক পণ্য উৎপাদনকারিদের উদ্দেশে মাতলুব আহমাদ বলেন, নকলের ভিড়ে আসল সিল্ক হারিয়ে যাচ্ছে। আপনার আমাদেরকে ভাল মানের পন্য দিন, আমরা আপনাদেরকে বড় একটি বাজার সৃষ্টি করে দেবো।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অচিরেই আমরা সিল্ক নিয়ে গর্ব করতে পারবো।

সেমিনারে বিজিএমইএ প্রেসিডেন্ট মো: সিদ্দিকুর রহমান বলেন, আপনারা (সিল্ক ব্যবসায়িরা) আসুন। আমরা আমাদের পণ্যের সাথে আপনাদের পন্য রেখে ক্যাটালগ তৈরী করবো। ভাল মানের পন্য বানাতে পারলে সিল্ককে বাংলাদেশের আরেকটি ব্র্যান্ডিং হিসাবে দাড় করানো যাবে বলেও মনে করেন তিনি।

৩১ অক্টোবর ২০১৫, শনিবার,  এফবিসিসিআই সম্মেলন  কক্ষে “ ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কর্তৃক এবং ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ‘ ঝবসরহধৎ ড়হ ঊীঢ়ড়ৎঃ চড়ঃবহঃরধষ ড়ভ ঝরষশ ড়ভ ইধহমষধফবংয’-শীর্ষক সেমিনারে ”এফবিসিসিআইয়ের সভাপতি জনাব আবদুল মাতলুব আহমাদ প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন। এছারা বিজিএমইএ সভাপতি জনাব সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশে এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি জনাব মোঃ সফিউল ইসলাম (মহিউদ্দিন)এবং এফএনএফ-এর কান্ট্রি ডাইক্টের ডঃ নাজমুল হোসেন উপস্থিত  ছিলেন ।
৩১ অক্টোবর ২০১৫, শনিবার, এফবিসিসিআই সম্মেলন কক্ষে “ ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) কর্তৃক এবং ফ্রেডরিক নুউম্যান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সেমিনারে এফবিসিসিআইয়ের সভাপতি জনাব আবদুল মাতলুব আহমাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছারা বিজিএমইএ সভাপতি জনাব সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশে এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি জনাব মোঃ সফিউল ইসলাম (মহিউদ্দিন)এবং এফএনএফ-এর কান্ট্রি ডাইক্টের ডঃ নাজমুল হোসেন উপস্থিত ছিলেন

প্রেসবিজ্ঞপ্তি



মন্তব্য চালু নেই