আগামীকালের মধ্যে যৌন নিপীড়কদের গ্রেফতারের দাবি
আগামীকাল মঙ্গলবারের মধ্যে বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে গতকাল ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। তা না হলে ১৩ মে থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সোমবার ১টার দিকে ঢাবির মধুর ক্যান্টেনি এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক এসব কথা বলেন।
এসময় দ্বায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ঢাবি প্রক্টর ড. এম আমজাদ আলীর অপসারণের দাবি জানানো হয়।
এ ছাড়া গতকাল ছাত্র ইউনিয়নের ডিএমপি ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার সুষ্ঠু বিচারের দাবি করেন হাসান তারেক ।
পয়লা বৈশাখে যথাযথ দ্বায়িত্ব পালন না করায় দ্বায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।
সংবাদ সম্মেলন শেষে মধুর ক্যান্টিন থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মন্তব্য চালু নেই