আক্কেল দাঁত ফেলে দিলে কোনো সমস্যা হবে কি?

আমি ২৪ বছর বয়সী একটি ছেলে৷ গত কয়েকদিন ধরে আমার ওপরের মাড়ির ডানপাশের আক্কেল দাঁতে ব্যথা করছে৷ দাঁতে ব্যথা শুরু হলে কানে ব্যথা সাথে মাথা ব্যথাও শুরু হয়৷ দাঁতটা মাড়ি থেকে একটু বড় হয়ে গিয়েছে এবং দাঁতে গর্তের সৃষ্টি হয়েছে তাই ব্যথা করছে৷ ডাক্তার বলেছে ফেলে দিতে৷। আমার প্রশ্ন হলো আক্কেল দাঁত ফেলে দিলে কোনো সমস্যা হবে কি? ব্যথানাশক ঔষধ না খেয়ে প্রাকৃতিকভাবে ব্যথা দূর করার উপায়গুলো কি কি?

উত্তর: আক্কেল দাঁতের কোনোরকম সমস্যা থাকলে ফেলে দেয়াই ভালো। দাঁত ফেলে দিলে কোনো সমস্যা হবে না। চোখজনিত কোনো সমস্যাও হবে না। তীব্র ব্যথা হলে ব্যথানাশক ছাড়া ব্যথা ভালো হবার কোনো উপায় আমার জানা নেই। হাল্কা গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করুন হয়তো কিছুটা আরাম পাবেন।



মন্তব্য চালু নেই