আকাশে দেখা গেল এক অদ্ভুত বস্তু, এলাকায় চাঞ্চল্য!

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কি না, তা নিয়ে জল্পনার শেষ নেই মানুষের। এ নিয়ে বহু রটনাই শোনা যায় মাঝেমধ্যে। তবে প্রতিবারই সেই রটনার শেষে উঠে আসে অন্য কোনো কাহিনী। যে কাহিনীর মধ্যে থাকে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তবে, এবার যে ঘটনাটি শোনা গেল শিকাগো শহরে, এখনো পর্যন্ত তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এবেলার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী দুজন। ক্যারল কোল ও তার স্বামী। তারা দুজনেই বাড়িতে ছিলেন গতকাল ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে। হঠাৎই একটি অদ্ভুত বস্তুকে উড়ে যেতে দেখেন মন্ট্রোস সি বিচ-এর দিকে। ঘড়িতে তখন সকাল দশটা। জিনিসটা কী বোঝার জন্য বাইরেও বেরিয়ে আসেন ক্যারল। তার কথায়, ‘বেরিয়ে যেটা দেখলাম, এমন অদ্ভুত জিনিস আমি এর আগে কখনো দেখিনি।’ একটি আন্তর্জাতিক ইংরেজি সংবাদমাধ্যমে ক্যারল জানিয়েছেন, ‘আমরা দুজনেই দেখেছি জিনিসটাকে। ওটা কোনো বিমান বা হেলিকপ্টার ছিল না, সে বিষয়ে আমি নিশ্চিত। আর কোনো বেলুনও নয়। তবে আর কী হতে পারে যা ওভাবে আকাশে উড়বে?’

তার প্রশ্নের উত্তর অবশ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাটি প্রচার হওয়ার পর থেকেই কৌতুহল ছড়িয়ে পরে এলাকায়। ক্যারল ক্যামেরা দিয়ে বস্তুটার ছবি নেয়ার চেষ্টা করলে আচমকা ক্যামেরা খারাপ হয়ে যায় বলে জানান তিনি। সঙ্গে এও জানান, ‘গোলাকার বস্তুটা প্রায় এক মিনিটের উপর আমাদের বাড়ির কাছে ছিল। তারপরে বিচের দিকে অদৃশ্য হয়ে য়ায়। আমরা ছাড়াও অন্য কেউ ওটা দেখেছে নিশ্চয়ই।’

গবেষকরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। ‘কয়েক বছর আগে এই এলাকায় আরো একজন এই ধরনের গোলাকার বস্তু আকাশে উড়তে দেখেছিলেন। তবে তিনি মাঝে মধ্যেই এই ধরনের কথা বলতেন বলে তার কথা বিশ্বাস করিনি আমরা কেউ’, জানিয়েছেন ক্যারল।



মন্তব্য চালু নেই