আওয়ামীলীগ নেতৃবৃন্দের সম্মানে এমপি রবি’র ইফতার মাহফিল
আব্দুর রহমান, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সৌজন্যে প্রতিবছরের ন্যায় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ রমজান সাতক্ষীরা চায়না বাংলা হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রতিটি টেবিল ঘুরে ঘুরে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। ইফতার মাহফিল অনুষ্ঠানে মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার বক্তব্যে বলেন, ‘রমজান মাস অফুরন্ত কল্যাণের মাস। এ মাসে রোজা পালনের মাধ্যমে মানুষকে মোত্তাকি বা সৎ মানুষ হিসেবে পরিণত হতে হবে। দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, রমজান মাসের রহমতের ১০ দিনের শেষ দিনে আসুন আমরা দেশ ও জাতির উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে কাজ করি। রমজানের রোজা পালনের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন করতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক এমপি ফজলুল হক, ডাঃ মোখলেছুর রহমান, জজকোর্টের পিপি এড. ওসমান গণি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সরদার, সাবেক যুগ্ম সম্পাদক শেখ তৌহিদুর রহমান ডাবলু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নœান, পৌর আ’লীগ নেতা সৈয়দ হায়দার আলী তোতা, শহর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, পৌর প্যানেল মেয়র মোঃ আব্দুস সেলিম, কাউন্সিলর জ্যোন্সা আরা, যুব মহিলালীগের সম্পাদিকা সাবিহা হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আতাউল হক দোলন, ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, মোঃ সামছুর রহমান, আসাদুজ্জামান অছলে, ঈসরাইল গাজী, মিজানুর রহমান বাবু সানা, অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, এস.এম রেজাউল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি এড. শাহনওয়াজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক খন্দকার আনিছুর রহমানসহ জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল হোসেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন।
মন্তব্য চালু নেই