আইসিসি থেকে পদত্যাগ করলেন কামাল

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আ হ ম মুস্তফা কামাল।

বুধবার দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।

২০১৫ সালে করা নিয়ম অনুযায়ী, বৈশ্বিক প্রতিযোগিতাগুলোয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভাপতির ট্রফি দেওয়ার কথা। অর্থাৎ সদ্য সমাপ্ত বিশ্বকাপের ট্রফি দেওয়ার কথা ছিল আইসিসির সভাপতি মুস্তফা কামালের। কিন্তু নিয়ম ভেঙে গত রোববার অস্ট্রেলিয়া দলের অধিনায়ক মাইকেল ক্লার্কের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন।

অস্ট্রেলিয়ায় থাকতেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুস্তফা কামাল। বুধবার দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

মুস্তফা কামাল বলেন, ‘আইসিসির ৩.৩ ধারা অনুযায়ী, বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা তুলে দেওয়ার দায়িত্ব সভাপতির। সে হিসেবে ২৯ তারিখ ফাইনালে ট্রফি দেওয়ার কথা ছিল আমার। কিন্তু ফাইনাল খেলার আগের দিন চার-পাঁচজন ডিরেক্টর আমাকে বললেন, আপনি আম্পায়ারদের নিয়ে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করে নেন। কিন্তু আমি তাদের বললাম, আমি তা করব না। বাংলাদেশের ১৬ কোটি মানুষকে বাদ দিয়ে আমি তা প্রত্যাহার করতে পারব না। তখন তারা বলল, আগামীকাল (২৯ মার্চ) আপনি পুরস্কার দেবেন না। বললাম, আমি থাকতে তো অন্য কেউ পুরস্কার দেওয়ার অধিকার রাখে না। আপনারা এটা করতে পারেন না। আপনারা ক্রিকেটকে কবর দেবেন না। আমাকে কৈফিয়ত দিতে বললে আমি জবাব দিতে বাধ্য। এর বাইরে কিছু হবে না।’

তিনি প্রশ্ন রেখে আরো বলেন, ‘যে মানুষটি (এন শ্রীনিবাসন) তার দেশের মানুষের কাছেও এত বিতর্কিত, তিনি যদি আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে থাকেন, তাহলে ক্রিকেট এগিয়ে যাবে কীভাবে?’

এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে মুস্তফা কামাল বলেন, ‘এখন আপনারাই বলুন আমি পদত্যাগ করব কি না?’ সাংবাদিকরা ‘হ্যাঁ’ বলার পর তিনি বলেন, ‘তাহলে আমি পদত্যাগ করলাম। আমার পদত্যাগপত্র এখন আইসিসিতে যাবে। এখন থেকে আমি প্রাক্তন সভাপতি।’



মন্তব্য চালু নেই