আইসিসি ও আম্পায়ারদের বিরুদ্ধে মিছিল
বিশ্বকাপের ক্রিকেটে গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের হারের পেছনে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি ও ম্যাচে দায়িত্ব পালন করা দুই ফিল্ড আম্পায়ার ও এক টিভি আম্পায়ারের হাত রয়েছে বলে অভিযোগ ক্রীড়াপ্রেমিদের। তাদের অভিযোগ হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের দালালে পরিণত হওয়া আইসিসির নির্দেশেই আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে দৃষ্টিকটু ও লজ্জাজনকভাবে সিদ্ধান্ত দিয়েছেন।
এমন অভিযোগ থেকেই আইসিসি ও আম্পায়ারদের বিরুদ্ধে বাংলাদেশ পাবলিক পার্টি নামক একটি সংগঠনের উদ্যোগে সিলেটে মিছিল করা হয়। শুক্রবার জুমা শেষে মিছিলটি নগরীর সুবিদবাজার থেকে শুরু করা হয়। নগরীর কোর্ট পয়েন্ট এলাকা ঘুরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে তা শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ওই সংগঠনের সভাপতি মো. শাহনেওয়াজ।
এসময় মিছিল থেকে ‘ইয়ান গোল্ডের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘আলিম দারের গালে গালে, জুতা মারো তালে তালে’ প্রভৃতি স্লোগান দেয়া হয়। এছাড়াও আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও স্লোগান দেয়া হয়।
পরে মিছিলটি চৌহাট্টায় গিয়ে আম্পায়ার ইয়ান গোল্ডের কুশপুত্তলিকা দাহ করে।
মন্তব্য চালু নেই