আইসিসির অনুমতির অপেক্ষায় বিসিবি

শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্বকাপ দলের সঙ্গে থাকা পেসার আল-আমিন হোসেনকে দেশে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দল এখন মেলবোর্নে। দলের সঙ্গে ব্রিসবেন থেকে মেলবোর্নে গেছেন আল-আমিন। মেলবোর্ন থেকেই ঢাকার বিমান ধরবেন ডানহাতি এই পেসার।

রোববার বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ইএসপিএন ক্রিকেইনফোকে বলেন, ‘রাত ১০টার পর হোটেলের বাইরে থাকতে হলে টিম ম্যানেজমেন্টের অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি না নিয়ে বাইরে যেত আল-আমিন। আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট বিষয়টি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানায়।’

গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার পর হোটেলের বাইরে ছিলেন আল-আমিন। আল-আমিনের পরিবর্তে খেলোয়াড় চেয়ে আইসিসির কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড এখন আইসিসির অনুমতির অপেক্ষায় রয়েছে। আইসিসির অনুমতি মিললেই স্ট্যান্ডবাই থাকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার পথে উড়াল দেবেন । এমনটিই জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘আল-আমিনের বিষয়টি কী হয়েছে তা আসলে বলতে পারছি না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জানা যাবে। রিপ্লেসমেন্ট হিসেবে দলের সঙ্গে একজন ক্রিকেটার যাবে। তবে এখন আমরা আইসিসির অনুমতির অপেক্ষায় রয়েছি। অনুমতি মিললে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’



মন্তব্য চালু নেই