আইসিইউতে চাষী নজরুল ইসলাম
দীর্ঘদিন ধরেই ফুসফুস ক্যান্সারে ভুগছেন নির্মাতা চাষী নজরুল ইসলাম। গত তিন চার দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করানো হয়।
তাকে এতদিন হাসপাতালের কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। কিন্তু ৭ জানুয়ারি তার শারীরিক অবস্থা আরো অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র [আইসিইউ] এ নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন ল্যাব এইড হাসপাতালের হাসপাতাল কো-অডিনেটর ডা: আলি আবরা।
তিনি আরো বলেন, ‘গতকাল তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাওয়াতে তাকে আমরা আইসিউ-১ এ নিয়ে যাই। তাকে এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তবে গতকালের তুলনায় আজ তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। আরো কিছুদিন তাকে আইসিইউতেই রাখা হবে।’
মন্তব্য চালু নেই