আইভীর পক্ষে কাজ করার তাগিদ আ.লীগ নেতাকর্মীদের
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মহানগর আওয়ামী লীগ মাঠে না থাকার যে সংশয় দেখা দিয়েছিল তার অবসান ঘটালেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা।
নির্বাচন পর্যবেক্ষণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মহানগর আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নৌকার পক্ষে কাজ করার তাগিদ দেয়া হয়। তারপরও আইভীর পক্ষে কাজ করবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সংশয়।
মহানগর আওয়ামী লীগের বেশির ভাগ নেতাই শামীম ওসমান বলয়ের। তাই শামীম ওসমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখন শামীম ওসমান মন থেকে নেতাকর্মীদের আইভীর পক্ষে কাজ করার নির্দেশ দিবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর সেই সংশয় কাটানোর জন্য নারায়ণগঞ্জে গিয়েছিলেন আওয়ামী লীগের এক প্রতিনিধি দল।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেন নাসিক নির্বাচন পর্যবেক্ষণে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা অংশগ্রহণ করেন। তারা কয়েক ঘণ্টা নারায়ণগঞ্জের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে আইভীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।
এদিকে, মহানগর আওয়ামী লীগের বৈঠকে কেন্দ্রীয় নেতাদের কাছে আইভীর বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ করেন। নেতাদের অভিযোগ আইভী নৌকার মনোনয়ন পেলেও জমা দেয়ার সময় কাউকেই বলেনি। তাছাড়া সমন্বয় নেই কাজে। এ কারণেই বিরোধের বিষয়গুলো প্রকাশ পাচ্ছে।
আইভী আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে কাজ করতে চায় না। তিনি একাই হাঁটতে পছন্দ করেন। নৌকা প্রতীকে নির্বাচন করতে এসে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের খোঁজ খবর রাখে না। তারপরও কেন্দ্রীয় নেতাদের কাছে সবাই নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
সন্ধ্যা সাড়ে ৫টায় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগ এ নির্বাচনকে সর্বাত্মক গুরুত্ব সহকারে দেখছে। সারা দেশের মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। শেখ হাসিনার আস্থাভাজন আইভীকে নারায়ণগঞ্জবাসী নির্বাচিত করবেন এটাই আমরা প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। ইতোমধ্যে আমরা নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেকটি ওয়ার্ডের নেতাদের সঙ্গে কথা বলেছি তারা প্রতিশ্রুতি দিয়েছেন ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষেই কাজ করবেন। আর আমরাও নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত নারায়ণগঞ্জে এ নির্বাচন নিয়ে কাজ করবো।
নির্বাচনকে নিয়ে মুখরোচক চায়ের টেবিলে যে গল্প আছে, সেগুলোকে পেছনে ফেলে সবাই একসঙ্গে কাজ করবো কারণ কারো মধ্যে কোনো ধরনের বিভেদ নেই।
বৈঠকে নাসিক নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মুহিবুল হাসান নওফেল, তথ্য বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সেক্রেটারি খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম-সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আনিছুর রহমান দিপু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ। এছাড়া মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই