আইপিএলে স্ত্রীকে বাজি ধরে হারলেন স্বামী, কি করলেন স্ত্রী?
হাজার হাজার বছর আগের কাহিনী নয়, মহাভারতের আদলেই স্ত্রীকে জুয়ায় বাজি ধরে হেরে গেলেন স্বামী৷
পলাতক ওই ব্যক্তির খোঁজে রোজ তার বাড়িতে হানা দিচ্ছে পাওনাদাররা৷ অভিযোগ, তাদের কেউ কেউ ‘বাজি রাখা স্ত্রী’কে নিজের করে নিতে চাচ্ছেন৷
ঘটনা ভারতের উত্তর প্রদেশের কানপুরের৷ পাওনাদারদের হাত থেকে নিষ্কৃতি পেতে স্থানীয় গোবিন্দপুর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা৷
আইপিএলের হারা জেতা নিয়ে দুনিয়া জুড়ে জুয়ার খেলা চলছে৷ দেশের জুয়ার বাজারও চলছে রমরমিয়ে৷
কোটি কোটি টাকার বাজি ধরে কেউ হচ্ছেন রাজা আবার কেউ হচ্ছেন ভিখারি৷ এ নেশাতে বুঁদ হয়েছিলেন রবিন্দর৷ আইপিএলে জুয়ায় বাজি ধরতে দরকার ছিল সাত লাখ টাকা৷
শেয়ারবাজারের ব্যবসা করবে বলে রবিন্দর তার স্ত্রীর বাপের বাড়ি থেকে টাকা চায়৷ প্রথমে দিতে অস্বীকার করলেও পরে রবিন্দরের শ্বশুরবাড়ি থেকে টাকা দেয়া হয়৷
এরপর জুয়ার নেশা আরো চেপে বসে৷ বারবার টাকা চেয়ে স্ত্রীকে মারধর করত রবিন্দর৷ শেষপর্যন্ত আইপিএলের জুয়াতে স্ত্রীকে বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল রবিন্দর৷ সব খুইয়ে বাড়িছাড়া হয়েছে স্বামী!
পাওনাদারদের সঙ্গে রোজকার ঝগড়া, অশ্লীল ইঙ্গিতে অতিষ্ঠ স্ত্রী অবশেষে যুধিষ্ঠিরের মত স্বামীর নামে থানায় ডায়েরি করেছেন৷ পলাতক রবিন্দরের খোঁজ করছে সেখানকার পুলিশ৷ খবর : কলকাতা২৪
মন্তব্য চালু নেই