আইপিএলের নিলাম : যে দল যাদেরকে দলে নিতে চায়, দেখুন এই তালিকায়

এখন আইপিএল ধামাকা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের জন্য খেলোয়াড়দের দলে ভেড়াতে আগামীকাল বেঙ্গালুরুতে বসছে নিলাম। দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫১ জন ক্রিকেটার উঠতে চলেছেন নিলামে। সব কয়টি দলই তাদের নকশা করে ফেলেছে। জেনে নিন এই বছর কোন দলের কোন ক্রিকেটার চাই।

রাইজিং পুণে সুপারজায়ান্টস : অধিনায়ক : মহেন্দ্র সিংহ ধোনি। গতবারের স্থান: সপ্তম। প্রধান তারকা: ধোনি, অজিঙ্ক রাহানে, স্টিভ স্মিথ, ফ্যাফ ডুপ্লেসি, আর. অশ্বিন, মিচেল মার্শ।

কী চাই : বিদেশি অলরাউন্ডার, ভারতীয় পেসার, ভারতীয় স্পিনার।

প্রধান টার্গেট: বেন স্টোকস, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট। হাতে অর্থ : ১৭.৫ কোটি। কিনতে পারে: ১০ জনকে।

মুম্বাই ইন্ডিয়ান্স : অধিনায়ক : রোহিত শর্মা। গতবারের স্থান: পঞ্চম। প্রধান তারকা : রোহিত, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, জস বাটলার, লেন্ডল সিমন্স, হরভজন সিংহ, লাসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরা।

কী চাই : বিদেশি ওপেনার, বিদেশি অলরাউন্ডার, ফাস্ট বোলার।

প্রধান টার্গেট: জেসন রয়, কলিন মুনরো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ। হাতে অর্থ : ১১.৫৫৫ কোটি। কিনতে পারে: ৭ জনকে।

কলকাতা নাইট রাইডার্স : অধিনায়ক : গৌতম গম্ভীর। গতবারের স্থান: প্লে-অফ। প্রধান তারকা: গম্ভীর, সুনীল নারাইন, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান, মণীশ পাণ্ডে, উমেশ যাদব, সাকিব-আল-হাসান।

কী চাই : বিদেশি ওপেনার, বিদেশি অলরাউন্ডার, বিদেশি ফাস্ট বোলার।

প্রধান টার্গেট: স্টোকস, কোরি অ্যান্ডারসন, ইরফান পাঠান। হাতে অর্থ : ১৯.৭৫ কোটি। কিনতে পারে: ১৪ জনকে।

গুজরাট লায়ন্স : অধিনায়ক : সুরেশ রায়না। গতবারের স্থান: প্লে-অফ। প্রধান তারকা: রায়না, ব্রেন্ডন ম্যাকালাম, ডোয়েন স্মিথ, রবীন্দ্র জাডেজা, অ্যারন ফিঞ্চ।

কী চাই : ভারতীয় স্পিনার, বিদেশি ফাস্ট বোলার, বিদেশি অলরাউন্ডার। প্রধান টার্গেট: কাগিসো রাবাডা, প্যাট কামিন্স, কোরি অ্যান্ডারসন। হাতে অর্থ : ১৪.৩৫ কোটি। কিনতে পারে: ১১ জনকে।

সানরাইজার্স হায়দরাবাদ : অধিনায়ক: ডেভিড ওয়ার্নার। গতবারের স্থান: চ্যাম্পিয়ন। প্রধান তারকা: ওয়ার্নার, শিখর, যুবরাজ সিংহ, আশিস নেহরা, মোস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার, কেন উইলিয়ামসন।

কী চাই : বিদেশি ফাস্ট বোলার, বিদেশি অলরাউন্ডার, স্পিনার। প্রধান টার্গেট : তাইমাল মিলস, কোরি অ্যান্ডারসন, ইমরান তাহির। হাতে অর্থ: ২০.৯ কোটি। কিনতে পারে: ১০ জনকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু : অধিনায়ক: বিরাট কোহালি। গতবারের স্থান: রানার্স। প্রধান তারকা: কোহালি, ক্রিস গেইল, এ বি ডিভিলিয়ার্স, কে এল রাহুল, শেন ওয়াটসন, কেদার যাদব, যজুবেন্দ্র চাহাল।

কী চাই : বিদেশি ফাস্ট বোলার, বিদেশি অলরাউন্ডার, স্পিনার। প্রধান টার্গেট: বেন স্টোকস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ইশান্ত শর্মা। হাতে অর্থ : ১২.৮২৫ কোটি। কিনতে পারে: ৭ জনকে।

দিল্লি ডেয়ারডেভিলস : অধিনায়ক: জে পি ডুমিনি। গতবারের স্থান: ষষ্ঠ। প্রধান তারকা: ডুমিনি, কুইন্টন ডি’কক, করুণ নায়ার, ঋষভ পন্থ, ক্রিস মরিস, কার্লোস ব্রাথওয়েট, মহম্মদ শামি, অমিত মিশ্র।

কী চাই : বিদেশি ব্যাটসম্যান, অলরাউন্ডার, ফাস্ট বোলার। প্রধান টার্গেট: ডেভিড ওয়াইজা, প্যাট কামিন্স, পৃথ্বী শ। হাতে অর্থ : ২৩.১ কোটি। কিনতে পারে: ১০ জনকে।

কিংস ইলেভেন পাঞ্জাব : অধিনায়ক : মুরলি বিজয়। গতবারের স্থান: অষ্টম। প্রধান তারকা: বিজয়, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, শন মার্শ, ঋদ্ধিমান সাহা, হাসিম আমলা।

কী চাই : বিদেশি অলরাউন্ডার, ফাস্ট বোলার, ভারতীয় ব্যাটসম্যান। প্রধান টার্গেট: ড্যানিয়েল ক্রিস্টিয়ান, রাবাডা, কামিন্স। হাতে অর্থ : ২৩.৩৫ কোটি। কিনতে পারে: ৮ জনকে।



মন্তব্য চালু নেই