আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারীতে চবি ক্যাম্পাস
সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি: ‘জঙ্গি নির্মূল চেতনায় শাণিত বৈশাখ’ – স্লোগানকে সামনে রেখে এবারের বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। পহেলা বৈশাখে ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি থাকবে। বর্ষবরণ অনুষ্ঠান চলাকালীন সময়ে যেকোন ধরণের অপ-তৎপরতা রোধ করতে চবি প্রশাসনের এমন উদ্যোগ বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী।
গতকাল রবিবার রাত আটটা থেকে দশটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ডিবি পুলিশের চালানো অভিযানে আটক করা হয়েছে আব্দুর রহিম ও উজ্জল নামের দুই যুবককে। আগামীকাল থেকে সন্দেহজনক কাউকে দেখলেই তল্লাশি করবে পুলিশ। ইতোমধ্যে মুখোশ ও ভুভুজেলা’র ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। বড় কোন ব্যাগ,আগ্নেয়াস্ত্র সদৃশ খেলনা বহনেও এসেছে নিষেধাজ্ঞা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইভটিজিং,সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসের বিশেষ স্থানগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে বলে জানা যায়। এছাড়া বর্ষবরণের সকল অনুষ্ঠান বিকেল ৫ টার মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চবি প্রশাসন।
মন্তব্য চালু নেই