আইনজীবীদের রিভিউ করতে বললেন মুজাহিদ

মানবতাবিরোধী অপরাধে চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ তার আইনজীবীদেরকে রিভিউ করতে বলেছেন।

আজ শনিবার সকালে মুজাহিদের সঙ্গে দেখা করে এসে তার আইনজীবীরা এ কথা জানান।

আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির সাংবাদিকদের বলেন, তার (মুজাহিদ) হাতে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেওয়া হয়েছে। তিনি রিভিউ আবেদন করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।

এর আগে শনিবার সকালে মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনিরসহ আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম তার সঙ্গে কারাগারে দেখা করেন। সকাল ১০টা ২০ মিনিটে কারাগারের গেটে পৌঁছে ভেতরে যান তারা। মুজাহিদের সঙ্গে আধা ঘণ্টার মতো তারা কথা বলেন।

গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে করা আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। নিয়ম অনুযায়ী রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামি পক্ষকে রিভিউ পিটিশন দায়ের করতে হবে।



মন্তব্য চালু নেই