আইটেম গানের সুড়সুড়িতে কাঁপছে বড়পর্দা (ভিডিও)

এখন সিনেমা মানেই আইটেম গান। ছবিতে আর কিছু থাকুক বা না থাকুক, আইটেম গান থাকা চাই। কারণ আইটেম গানেই নাকি ছবি হিট! এমনটাই শোনা যায় চলচ্চিত্র পাড়ায়। আর এসব আইটেম গান করার নামে মূলত দর্শককে যৌন সুড়সুড়িই বেশি দেওয়া হচ্ছে এমন অভিযোগও নতুন নয়।

ঐতিহাসিক দলিল দাবী করে সেই ১৯৩০ সালেই বলিউডের সিনেমায় আইটেম গানের প্রচলন শুরু হয়। আর বাংলা সিনেমায় রাজ্জাক-কবরী-আলমগীরের সময়েই প্রচলন শুরু হয়। তখন এটি পার্টি গান নামে প্রচলিত ছিল। যদিও সেসব গান আজকের মতো এতটা রুচিহীন ছিলনা। রুচিশীলতার ভেতর দিয়েই সেসব গানের চিত্রায়ন করতেন পরিচালকরা। এরপর পার্টি গানের তকমা সেরে বাংলা সিনেমায় এই উত্তেজক গানের প্রচলন হয় ২০১২ সালে। নোমান রবিন পরিচালিত ‘কমন জেন্ডার’ ছবিতে ‘উপচে পড়ে প্রেমের জল’ শিরোনামে আইটেম গানে নেচে তোলপাড় তোলেন সিন্ডি রল্লিং। এরপর রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবিতেও ‘দে ভিজিয়ে দে’ শিরোনামের একটি আইটেম গানে অংশ নেন সিন্ডি। এসব নিয়ে বেশ সমালোচনাও হয় তখন।

‘আইটেম গান’-এর নাম নিয়েও আছে বিতর্ক। আজকে আমরা যাকে আইটেম গান বলছি, অথচ এমন বিশেষ নাচের প্রচলন শুরু হয় যাত্রাপালার যুগ থেকে। তখন যাত্রামঞ্চে রাত যতই গভীর হয়ে আসতো ততই মঞ্চ হয়ে উঠতো উত্তাল। স্বল্পবসনা মেয়েদের নৃত্যে তখন কেবলই উত্তেজনা ছড়াতো। সেই উত্তেজনায় এখন পর্দায় আইটেম গান নামে চালানো হচ্ছে।

আইটেম গান শব্দের রমরমা প্রচলন হলেও বাংলা ছবিতে যে ধরনের গানকে আইটমে গান বলা হচ্ছে তা আদতে আইটেম গান নয় বলে মনে করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তিনি বলেন, ‘এগুলো আসলে ক্লাব ডান্স। যে ধরণের ডান্সে আমরা সেই নব্বইয়ের দশক থেকেই নেচে আসছি।’

মৌসুমীর কথার সঙ্গে তাল মিলিয়ে আমরা যদি আরও পেছনে তাকাই তাহলে দেখতে পাবো সত্তর আশির দশকেও ভিলেনকে খুশি করার জন্য স্বলবসনা নৃত্যশিল্পীরা নাচছেন। পার্টি সং বা ক্লাব ডান্সের কথা আমরা আগেই বলেছি।

এসব গানগুলোও অংশ নেওয়া নারীশিল্পীকে আইটেম গার্ল বলাতেও আপত্তি করেছেন জনপ্রিয় আরেক শিল্পী। একসময় বেশিরভাগ ছবির পার্টিগানেই নাচতে দেখা গেছে নাসরিনকে। কিন্তু তার নামের পাশে কোনো আইটেম গার্ল শব্দ যুক্ত হয় নি সে সময়ে। সম্প্রতি তাকেও আইটেম গার্ল হিসেবে আখ্যায়িত করলে এর প্রতিবাদ জানিয়েছেন নাসরিন নিজেই। তিনি বলেন, ‘আমরা আসলে শিল্পী। আইটেম গার্ল বলে আমাদের ছোট করা হচ্ছে’।

তবে নাম নিয়ে বিতর্ক থাকলেও এসব গানে অংশ নেন বিশেষ এই নাচের জন্য খ্যাত নারী শিল্পীরাই। পাশাপাশি চলচ্চিত্র নায়িকাদেরও অংশ নিতে দেখা যায়। আইটেম গার্লদের মধ্যে জনপ্রিয়তার কাতারেও দাঁড়িয়ে গেছেন অনেকে। এ তালিকায় আছেন বিপাশা কবির, সাদিয়া আফরিন, সিন্ডি রল্লিংসহ আরও অনেকে। নায়িকাদের মধ্যে ববি, পরী মনি, আঁচল, মিম, সিমলা, শিরিন শিলা, হৃদিসহ অনেকের নামই ওঠে আসবে আইটেম গানের শিল্পী হিসেবে। আর খোলামেলা নায়লা নাঈমকে খোলামেলাভাবে উপস্থাপন করার জন্যই নেওয়া হচ্ছে আইটেম গানে। তন্ময় তানসেন পরিচালিত ‘রানআউট’ ছবিতে আইটেম গানে অংশ নেন নায়লা নাঈম।

ঢাকাই ছবির বাণিজ্যিক ঘরানায় আইটেম গানের ধুম পড়ে ২০১৩ সালে মুক্তি পা্ওয়া ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষি’ ছবিতে। বর্তমানে যে ধরণের আইটেম গান চলছে তার প্রচলন করেছে এই দেহরক্ষির ‘রাতের রানী সোহানা’ গানটিই।

সাম্প্রতিক আইটেম গান আসলে কেমন? সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত বেশ কিছু ছবির আইটেম গানের শিরোনাম তুলে ধরলেই এর গতিপ্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষি ছবির একটি আইটেম গানে নেচেছিলেন চিত্রনায়িকা ববি। সে সময়ে আইটেম গানটি খোলামেলার দায়ে বেশ আলোচিত হয়েছিল। গানের শিরোনাম ছিল-রাতের রানী আমি সোহানা’। সে সময় এই আইটেম গানটি দেখার জন্যই দর্শক হলে ভিড় জমাতো বলে শোনা যায়।

গত বছর মুক্তি পাওয়া ওয়াজেদ আলী সুমনের হিটম্যান ছবিতে আইটেম গানে নেচেছেন নবাগত শিরিন শিলা। গানটির শিরোনাম ছিল ‘দেখনা ও রসিয়া, যাইরে মন পুড়িয়া, প্রেমের আগুন জ্বলে দ্বিগুন’।

শাহ-আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে অংশ নেন পরী মনি। এ গানে পরীকে বেশ খোলামেলাভাবে উপস্থাপন করা হয়। গানের শিরোনাম ছিল, ‘চুপি চুপি আয় আজ, ভুলে যাবো লাজ/ দেখ আমি সেজেছি বহুরূপী সাজ/ ডার্লিং ডার্লিং লাগছে রে চার্মিং/ আমি যে সুইট ভেরি মাচ/ নেশারই আগুনে পুড়েছি রে আজ, সুখেরই ভেলাতে কিপ ইন টাচ’।

কালাম কায়সার পরিচালিত ‘ভালোবাসলে দোষ কি তাতে’ ছবিতে আইটেম গানে অংশ নেন সাদিয়া আফরীন। এ আইটেম গানের পুরোটা জোরেই ছিল সাদিয়ার অশ্লিল অঙ্গভঙ্গি। গানের কথা ছিল এরকম- ‘নেশার ঘোরে অঙ্গ জলে, উঠেছে কেমন তোফান/ উত্তেজনায় বুক ভেসে যায়… খিলাবো তোকে আমি রসে ভরা পান।’

আশিকুর রহমান পরিচালিত ‘কিস্তিমাত’ ছবির আইটেম গানে অংশ নেন সিন্ডি রল্লিং। গানের কথা ছিল এরকম ‘আজ আমি তোর মেহবুবা, তোর প্রেমে তে ডুবা ডুবা।’

আর সর্বাধিক আইটমে গানে অংশ নেওয়া বিপাশা কবিরের একটি ছবির আইটেম গানের কথা হচ্ছে-ফরমালিন মেশা যৌবন আমার’।

আইটেম গানের শিরোনাম যখন এরকম তখন চলচ্চিত্র বোদ্ধারা বহু আগে থেকেই বলে আসছিলেন যে, আইটেম গানের নামে রগরগগে দৃশ্য ধারণ করাই পরিচালকদের মূল কাজ। আবার অনেকেই মনে করছেন মুনমুন ময়ূরী পলিদের মতো করেই নায়িকাদের উপস্থাপন করে বাড়তি উত্তেজনা ছড়াতেই বিশেষ আইটেম গানের প্রচলন।

2_19

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=9HjOl3IbODo

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=irYnKYRLAqc

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=xz2UPm79YGI

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_OsN4PCgXxs

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=T7kz6-_bHDw



মন্তব্য চালু নেই