আইএসকে সমর্থন : যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের ফাঁদে বাংলাদেশি
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুক্তরাষ্ট্রে দেশটির সেনাবাহিনীর এক সদস্যের উপর হামলা চালানোর পরিকল্পনায় সেখানে এক বাংলাদেশি অভিযুক্ত হয়েছেন।
অভিযুক্ত এই বাংলাদেশির নাম নেলাশ মোহাম্মদ দাস (২৪)। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরসানের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইনজীবীদের বরাত দিয়ে বাল্টিমোরসানের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দশক আগে যুক্তরাষ্ট্রে আসেন নেলাশ। চলতি বছরের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আইএসকে সমর্থনের কথা লিখেছিলেন।
এরপর নেলাশ এফবিআইয় সংশ্লিষ্ট একজনের সঙ্গে দেখা করেন যিনি নিজেকে আইএস সমর্থক বলে পরিচয় দেন। এরপর তারা দু’জন মিলে হামলার পরিকল্পনা করেন। তবে হামলার আগেই শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
মন্তব্য চালু নেই