আইএসও সনদ পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স

সঠিক সময়ে ফ্লাইট পরিচালনা, নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করে দেশের এভিয়েশনের ইতিহাসে প্রথম এবং একমাত্র এয়ারলাইন্স হিসাবে ISO 9001:2008 সনদ পেল ইউএস-বাংলা এয়ারলাইন্স।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রা শুরু করে বর্তমানে প্রতিদিন ঢাকা-চট্রগ্রাম রুটে ৪টি, ঢাকা-যশোর রুটে ১টি, ঢাকা-কক্সবাজার রুটে ১টি, ঢাকা-সৈয়দপুর রুটে ১টি, ঢাকা-সিলেট রুটে ১টি ফ্লাইটসহ সর্বমোট ১৬টি ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে আছে পৃথিবীর সর্বাধুনিক DASH-8-Q400 এর দুইটি এয়ারক্রাফ্ট। প্রতিটি এয়ারক্রাফট-এ মোট আসন সংখ্যা ৭৬টি, এর মধ্যে ৬টি বিজনেস ক্লাস।
আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এয়ারলাইন্সটির বহরে যুক্ত হতে যাচ্ছে আরও ২টি DASH-8-Q400 ও ২টি Boeing-738-800 এয়ারক্রাফট।



মন্তব্য চালু নেই