আংশিক চন্দ্রগ্রহণ শুরু হয়েছে
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে শুরু হয়েছে চন্দ্রগ্রহণ। বাংলাদেশে আশিংকভাবে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে। তবে দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকায় খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না। রাত ৮টা ৫৯ মিনিটে চন্দ্রগ্রহণ শেষ হবে। বাংলাদেশে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেলেও প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চল, আলাস্কা ও হাওয়াই থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে।
চন্দ্রগ্রহণ দেখতে বিভিন্ন সংগঠন টেলিস্কোপের সাহায্য নিয়েছে। চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র নানা প্রস্তুতি নিয়েছে। ঢাকার আফতাবনগর প্রকল্পের উত্তর প্রান্তে কেন্দ্রীয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
অনুসন্ধিৎসু চক্রের সদস্য জয়নাল বলেন,‘সন্ধ্যা ৬টা ১২ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। কিন্তু আকাশ মেঘলা থাকার কারণে খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না। টেলিস্কোপের সহায়তায় চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি চলছে।’
জয়নাল জানান, চন্দ্রগ্রহণ দেখতে অনুসন্ধিৎসু চক্রের ক্যাম্পে বিপুল দর্শক সমাগম হয়েছে। ক্যাম্পে আগত দর্শনার্থীদের টেলিস্কোপের সহায়তায় চন্দ্রগ্রহণ দেখার সুযোগ করে দেয়া হবে। চন্দ্রগ্রহণে দেখার জন্য ৮ ইঞ্চি স্মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ স্থাপন করা হয়েছে।
ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্র ও অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট যৌথভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ৪ ইঞ্চি মাকসুতভ টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে
এবারের চন্দ্রগ্রহণটি ১৩২ সরোজ সিরিজের। বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণচন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।
মন্তব্য চালু নেই