অ্যামাজনে ভুয়া রিভিউ লেখা হয় বাংলাদেশ থেকেও
অ্যামাজনে যে সকল প্রোডাক্টের মিথ্যা বা নকল রিভিউ করা হয় তার সিংহভাগই করা হয়ে থাকে বাংলাদেশ, চীন এবং ফিলিপাইন থেকে।
সম্প্রতি একটি জরিপে জানা গিয়েছে অ্যামাজনে বিভিন্ন প্রোডাক্টের যে সকল নকল বা মিথ্যা রিভিউ প্রদান করা হয় তার সিংহভাগ দেয়া হয়ে থাকে বাংলাদেশ, চীন এবং ফিলিপাইন থেকে।
নকল এই রিভিউয়ের জন্য অ্যামাজন প্রায় ইতিমধ্যেই প্রায় এক হাজার রিভিউকারীর বিপক্ষে মামলা দায়ের করেছে। এই রিভিউকারীরা ফ্রিল্যান্সিং-এর একটি জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফাইভারের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কিত রিভিউগুলো প্রদান করে আসছিল।
ফেক রিভিউয়ারদের আইডিগুলো অ্যামাজন থেকে মুছে দেয়া হলেও ‘দি টাইমস’ কিছু প্রোফাইল সম্পর্কে জরিপ করতে সক্ষম হয় যেখানে দেখা যায় নকল রিভিউগুলোর মধ্যে বড় একটা অংশ যাচ্ছে বাংলাদেশ, চীন এবং ফিলিপাইন থেকে।
তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট
মন্তব্য চালু নেই