অ্যাপল স্মার্টওয়াচের দাম কমলো

গতকাল ২১ মার্চ অ্যাপল ইভেন্টে নতুন স্মার্টওয়াচ বাজারে অবমুক্ত করার ঘোষণা দেয়ার পাশাপাশি পুরনো ওয়াচের দাম কমানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় অ্যাপল নতুন চার ইঞ্চির আইফোন এসই এবং ৯.৭ ইঞ্চির আইপ্যাড প্রো এবং আইওসের হালনাগাদ সংস্করণ ৯.৩ অবমুক্ত করে।

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সসিসকোর সুপারিটিনোতে অ্যাপল জানায়, এখন থেকে ক্রেতারা কম দামে স্মার্টওয়াচ কিনতে পারবেন। এজন্য প্রতিষ্ঠানটি কম দামের স্মার্টওয়াচ তৈরি করছে। পাশাপাশি পুরনো মডেলর ওয়াচের দাম কমানো হয়েছে।

হ্রাসকৃত মূল্য অনুযায়ী ক্রেতারা এখন সর্বনিম্ন ২৯৯ ডলারে অ্যাপলের স্মার্টওয়াচ কিনতে পারবেন। এটির পূর্ব মূল্য ছিল ৩৪০ ডলার।

এছাড়াও প্রতিষ্ঠানটি ইভেন্টে স্মার্টওয়াচের জন্য বিভিন্ন ব্যান্ড প্রদর্শন করে। এগুলো নতুন রঙে ও ডিজাইনে পাওয়া যাচ্ছে। এদের মধ্যে আছে ‘উভেন নাইলন ব্যান্ড’। এটির মূল্য ৪৯ ডলার।

অনুষ্ঠানে অ্যাপল সিইও টিম কুক জানিয়েছেন, তরুণরা বিশেষ করে অ্যাপল ওয়াচ ব্যবহারকারীর প্রতিনিয়তই ব্যান্ড পরিবর্তন করেন। এজন্য অ্যাপল নিত্যনতুন ডিজাইনের ব্যান্ড এনেছে।



মন্তব্য চালু নেই