অ্যাপলকে ২৩ কোটি ডলার জরিমানা‍!

বিশ্ব বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মাইক্রো চিপ পেন্টেন্ট চুরি করার মামলায় জয়ী হয়েছে দুই ভারতীয় প্রকৌশলী। এ জন্য অ্যাপল কোম্পানির ২৩ কোটি ৪০ লাখ ডলার জরিমানা করেছে মার্কিন আদালত। খবর আনন্দবাজার পত্রিকা।

মাইক্রো চিপের আবিষ্কারক যুক্তরাষ্ট্রের ম্যাডিসনের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের দুই ভারতীয় প্রকৌশলী গুরিন্দার সোহি ও তেরানি বিজয় কুমার। তারা অ্যাপলের বিরুদ্ধে এই মামলা করেন।

মার্কিন আদালতের বিচারক রায় দিতে গিয়ে বলেছেন, আগাম কোনো অনুমতি ছাড়াই একটি মাইক্রো চিপ প্রযুক্তি আইফোন আর আইপ্যাডে ব্যবহার করছিল অ্যাপল। এজন্য অ্যাপলকে ২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

উইসকনসিন অ্যালাইমনি রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা কার্ল গুলব্র্যান্ডসেন বলেছেন, আদালত আমাদের আবিষ্কারকে সম্মান দেওয়াতে আমরা খুশি।

অ্যাপলের তরফ থেকে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সংস্থা সূত্রের খবর, তারা উচ্চতর আদালতে যাওয়ার কথা ভাবছে।



মন্তব্য চালু নেই