অসাম্প্রদায়িক চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে : দারা
রাজশাহী : অসাম্প্র্রদায়িক চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। কেউ তাদেরকে বাধা দিচ্ছে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন।
সোমবার দুপুর ২টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আয়োজিত ৩২ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ আবদুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখন দেশ পরিচালনায় আসে, তখনই দেশের সুষ্ঠু উন্নয়ন হয়। বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদেশি বন্ধুরা শেখ হাসিনা সরকারের নারীর ক্ষমতা বৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করেছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এদেশের মানুষ আর অসহায় থাকবে না। তারা নিজেরাই নিজেদের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন।
পুঠিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার নিয়োগীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, অধ্যক্ষ এসএম একরামুল হক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী শরীফ, সাধারণ সম্পাদক আবদুল মালেক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সামাদ, পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুম প্রমুখ।
মন্তব্য চালু নেই