অশ্লীলযুগে নির্মিত ‘পাকড়াও’ মুক্তি পাচ্ছে ১৩ই নভেম্বর

সিনেমায় আগের মতো আর অশ্লীলতা নেই। মাঝে মধ্যে আইটেম গানের মাধ্যমে টুকটাক অশ্লিলতা প্রদর্শন করা হলেও তা ব্যাপক আকারে দেখা যায় না। তবে অশ্লিলতাযুগে নির্মিত অনেক ছবিই রয়েছে মুক্তির অপেক্ষায়। নানা জটিলতায় সেই সময়ে মুক্তি না পাওয়া ছবিগুলোই চুপিসারে ফাঁক-ফোঁকর গলে মুক্তি পেয়ে যাচ্ছে। গত ৩০ অক্টোবর মুক্তি পায় ‘অশান্ত মেয়ে’ নামের একটি ছবি।এটি রাজধানীর রাজিয়াসহ বেশকিছু সিনেমা হলে চলে।

‘অশান্ত মেয়ে’ মুক্তির এক সপ্তাহ পরেই আবারো মুক্তি পেতে যাচ্ছে সেই সময়ে নির্মিত ‘পাকড়াও’। হারুনুজ্জামান নির্মিত এ ছবিটিও অশ্লিলযুগে নির্মিত বলে একটি সূত্রে জানা গেছে। আলেক জান্ডার বো অভিনীত এই ছবিটি ১৩ই নভেম্বর মুক্তি পাচ্ছে বলে কাকরাইল-এর বুকিং এজেন্টরা জানিয়েছেন।

তবে এই শ্লীলতার সময়ে ‘পাকড়াও’ ছবির অশ্লিলতার কতটুকু সেন্সরের কাঁটাতার ডিঙ্গোতে পেরুছে তাই দেখা যাবে ১৩ই নভেম্বর।

পাকড়াও ছবিতে আলেকজান্ডার ছাড়াও আরও অভিনয় করেছেন অনন, সানভির, মাহিনা, শিবা সানু।



মন্তব্য চালু নেই