অশ্লীলতার দায়ে আইনি ফাঁদে ‘রং রসিয়া’ (ভিডিও)

শুরু থেকেই নানা প্রকার সমালোচনার মুখে পড়তে হয়েছে বলিউডের এ সময়ের আলোচিত সিনেমা রং রসিয়াকে। সর্বশেষ সমালোচনার পাশাপাশি আদালতের কাছ থেকে আইনি নোটিশ দেওয়া হয়েছে রণদীপ হুদা এবং নন্দনা সেন অভিনীত বলিউডের এ সিনেমাটিকে।
ভারতীয় কিংবদন্তি চিত্রশিল্পী রাজা রবি ভার্মার জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে এ শিল্পীর চরিত্রটিকে খুব বেশি ‘যৌন আবেদনময়’ এবং ‘প্লেবয়’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, এই অভিযোগে আদালত থেকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে সিনেমাটির পরিচালক কেতন মেহতাকে।

চিত্রশিল্পী রবি ভার্মার নাতনি সিনেমাটির বিরুদ্ধে আদালতে এ অভিযোগ করেন। তারপর আদালত থেকে আইনি নোটিশ পাঠানো হয়।
সিনেমাটি মুক্তি পাবে ৭ নভেম্বর।

দেখুন : রং রসিয়ার ট্রেইলার



মন্তব্য চালু নেই