অশ্রু আর ভালবাসায় তাজরীনে নিহতদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

টিপু সুলতান (রবিন), স্টাফ করেসপন্ডেন্ট : আজ ২৪ নভেম্বর। ২০১২ সালের এই দিনে সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকান্ডের অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

এই ট্রাজেডিকে হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকান্ডে নিহত ও আহত শ্রমিকদের পরিবার। নিহতদের পরিবার ভোগ করছে স্বজন হারানোর বেদনা।

পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে আছে তাদের পরিবার। এদিকে তাজরীন ট্রাজেডির চার বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নিহত শ্রমিকদের ¯স্বজন ও আহতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টস ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাজরীন গার্মেন্টস সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা তাজরীন ফ্যাশনে অগ্নিকান্ডের সব ক্ষতিগ্রস্ত শ্রমিককে অবিলম্বে ক্ষতিপূরণ ও মালিক দেলোয়ার হোসেনের কঠোর শাস্তি দাবি করেন।

যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন গার্মেন্টস এর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।



মন্তব্য চালু নেই