অশিক্ষিত ক্রিকেটারদের কারণেই পাকিস্তানের পতন!

রীতিমতো হই চই ফেলে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাম্প্রতিক দুরবস্থার একটি কারণ খুঁজে পেয়েছেন তিনি। পিসিবিপ্রধান যে কারণটি চিহ্নিত করেছেন তাও এক চমকপ্রদ বিষয় বটে!

ক্রিকেট হলো ব্যাট-বলের খেলা। সেখানে প্রাতিষ্ঠানিক পড়ালেখা কিংবা উচ্চ শিক্ষা কতটা ভূমিকা রাখে তা নিয়ে যথেষ্টই সন্দেহ থাকতে পারে। কেননা, স্কুলের গণ্ডি পেরুতে পারেননি এমন ব্যক্তিও ক্রিকেটের ইতিহাসে সেরা খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন অবলীলায়। অথচ শাহরিয়ার খান মনে করছেন দলের ক্রিকেটাররা শিক্ষিত নয় বলেই সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অধঃপতন ঘটেছে।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পাকিস্তানি মিডিয়াকে শাহরিয়ার বলেছেন, ‘একমাত্র মিসবাহ-উল-হক ছাড়া পাকিস্তান দলে আর কোনো ক্রিকেটারই গ্রাজুয়েট ডিগ্রিধারী নয়। দলে থাকা অশিক্ষিত ক্রিকেটারদের কারণেই পাকিস্তান সাম্প্রতিক সময়ে খারাপ করছে।’

শাহরিয়ার খানের এমন মন্তব্যের অবশ্য কারণও রয়েছে। মাঠের খেলায় প্রাতিষ্ঠানিক পড়ালেখা ভূমিকা না রাখলেও খেলোয়াড়দের ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে তা অবশ্যই ভূমিকা রাখে। পাকিস্তানি ক্রিকেটারদের আচরণগুলো যেন কখনোই নিয়ন্ত্রিত নয়। প্রায়শই দেশটির ক্রিকেট দলে অন্তর্কোন্দলের খবর পাওয়া যায়। বিভিন্ন সময় শৃঙ্খলাজনিত কারণে শাস্তিও পেতে হয় পাক ক্রিকেটারদের। সম্প্রতি যেমন শাস্তি পেয়েছেন আহমেদ শেহজাদ ও উমর আকমলের মতো তারকারাও। শৃঙ্খলা ভাঙার অভিযোগে দল থেকে তাদের বাদ দিয়েছে পিসিবি।

শাহরিয়ার খান মিডিয়ার কাছে আরও বলেছেন, ‘ভবিষ্যতে যেন দলে শিক্ষিত ক্রিকেটারদের আধিক্য থাকে সেই বিষয়ে বেশি মনোযোগী হব আমরা। উঠতি প্রতিভাবান ক্রিকেটারদেরও শিক্ষিত করে গড়ে তোলার বিষয়ে কাজ করবে পিসিবি।’



মন্তব্য চালু নেই