অল্পের জন্য রক্ষা পেলেন ডিমলার সাংবাদিক হামিদা আক্তার বারী

আজ বুধবার ০২ ডিসম্বের অল্পের জন্য বেঁচে গেলেন নীলফামারীর ডিমলায় কর্মরত সাংবাদিক হামিদা আক্তার বারী।

জানা যায়, বিকাল ৪.৩০ মিনিটে তার নিজ গৃহে রান্নার কাজে ব্যস্ত থাকার সময়ে গ্যাসের চুলার আগুন গ্যাস সিলিন্ডারের মুখে ধরে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় সাংবাদিক হামিদা বারী এ আগুনের লেলিহান শিখায় আক্রান্ত হন। আগুনের তাপে কিছুটা আহত হলেও এখন বর্তমানে তিনি সুস্থ্য আছেন। প্রাথমিক চিকিৎসারত অবস্থায় তিনি তার বাড়ীতেই অবস্থান করছেন।

নিমিষেই এ আগুনের লেলিহান শিখা বাড়ীর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসে। পরে ডিমলা ফায়ার সার্ভিসের দমকল বাহীনির সদস্যরা আগুনে পুড়ে যাওয়া সিলিন্ডারটি রান্নাঘর থেকে সড়িয়ে নিরাপদ জায়গায় রেখেছেন।

নিজের ও তার বাড়ীর বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে আমাদের প্রতিনিধি সাংবাদিক হামিদা আক্তার বারী জানিয়েছেন।

তবে তিনি জানান,গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে হয়ত আমার বাঁচা সম্ভব হত না। অল্পের জন্য বেঁচে গেছি আমি।

মহান আল্লাহতালা বড় ধরনের ক্ষতি ছাড়াই আমাকে বাঁচিয়ে রেখেছেন এ জন্য তিনি মহান আল্লাহ্’র কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করেছেন। সামন্য আহত হওয়ায় তিনি তার স্স্থ্যুতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।



মন্তব্য চালু নেই