‘অমিত-খালেদার ফোনালাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আওয়ামী লীগ’

বিজেপির সভাপতি অমিত শাহ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে ফোনালাপ হয়েছে দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “এই ফোনালাপ নিয়ে আওয়ামী লীগ জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে।”

শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি বাসায় সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, “সরকার মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। সরকার খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে মিথ্যাচার করে বলছে তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।”

তিনি বলেন, “সরকার নিজেরা সহিংসতা করে বিরোধী দলের নামে মিথ্যা প্রচারনা চালাবে তাই সবাই সজাগ থেকে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করতে হবে।”

বিরোধী দলের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমানোর জন্যই প্রশাসনে রদবদল করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

‘বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হচ্ছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, “প্রধানমন্ত্রীর এ বক্তব্য মিথ্যাচার। দেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে না। বরং আওয়ামী লীগ সরকার টেন্ডারবাজি, লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে।”



মন্তব্য চালু নেই